রামগড়ে জাতীয় “উৎপাদন শীলতা দিবস” পালিত।

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ , অক্টোবর ২, ২০২০

“জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদন শীলতা ‘ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে পালিত হল জাতীয় উৎপাদন শীলতা দিবস। শুক্রবার (২ অক্টোবর ) রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সজীব কান্তি রুদ্র। স্বাগত বক্তব্য রাখেন ডঃ আবদুস সালাম প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি ইনস্টিটিউট রামগড়। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা অন্জন দাস, সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা মোমিনুল হক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান , সাবেক ছাত্র নেতা শাহ আলম প্রমুখ।

Loading