সুনামগঞ্জে হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ফখরুল ইসলাম পিপলু ফখরুল ইসলাম পিপলু হাওর প্রতিনিধি প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ , অক্টোবর ১, ২০২০ হাওর বিষয়ক মন্ত্রনালয় গঠনের দাবিতে সুনামগঞ্জে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরাম সুনামগঞ্জ জেলা শাখা বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন ফোরাম এর প্রতিষ্ঠাতা ও নেত্রকোণা জেলা কমিটির আহবায়ক হাওর বন্ধু মোঃ ইকবাল হোসেন, সুনামগঞ্জ জেলা ফোরামের আহবায়ক এডঃ আলম নূর হীরা ও সদস্যসচিব মোঃ আব্দুস সালাম, মুশফিকুর রহমান, এডভোকেট ফজর উদ্দিন, এডভোকেট মো: শফিকুল ইসলাম, এডভোকেট মো: সুক্কুর আলী, এডভোকেট মো: আব্দুল হক, এডভোকেট মো: রুহুল তুহিন, এডভোকেট মো; আসাদ উল্লাহ, এডভোকেট মো; সবাব মিয়া প্রমুখ। মানববন্ধন শেষে হাওর বিষয়ক মন্ত্রনালয় চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। শেয়ার অন্যান্য বিষয়: