নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৩০, ২০২০ বেদনা কবিতা লেখতে গেলে হৃদয়ে ভরে উঠে বেদনায়, বেড়ে উঠে যত যন্ত্রনা তবু লেখে যেতে হয়। জীবনে আশার প্রদীপ জ্বালিয়ে দেয়, হঠাৎ করে নিভে যায়। চলতে চাই, গতি থেমে যায়, বলতে চাই, বলতে গেলে থেমে যায়। ভালবেসে যায় মানুষকে, ভুলে যায় আমাকে। উপকার হাত বাড়িয়ে দিয়েছি যাদের, ওরাই পিছু হটে গেছে যতদুর। নিয়ম রীতি বেড়াজালে, মনবল হারিয়ে যায় রসাতলে। নবীন চৌধুরী সাংবাদিক ও লেখক শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: