সেনবাগে কলেজ ছাত্রীর আত্মহত্যা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২৬, ২০২০ এ এইচ লিটন, সেনবাগ প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে নুশরাত জাহান মীম (২০) নামের এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের হীরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।হিরা পুরের মিয়া বাড়ি থেকে ওই লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে সেনবাগ থানা পুলিশ। নিহত মীম সেনবাগ সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও হীরাপুর গ্রামের মিয়া বাড়ীর সৌদি প্রবাসী মিজানুর রহমানের মেয়ে। পারিবারিক সূত্রে জানাযায়, মানুষিক হতাশা গ্রস্থ থেকে মীম শুক্রবার রাত ৯টার দিকে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে শনিবার সকালে সেনবাগ থানার এসআই আবদুল আউয়ালের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স কলেজ ছাত্রীর লাশ উাদ্ধার করে এবং দুপুরে ময়না তদন্তের জন্য নোয়াখালীর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে । সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে। শেয়ার নোয়াখালী বিষয়: