স্কুল ছাত্রী নীলা হত্যার প্রধান আসামি গ্রেপ্তার নিউজ৭১অনলাইন,ঢাকা নিউজ৭১অনলাইন,ঢাকা প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ , সেপ্টেম্বর ২৬, ২০২০ সাভারে চাঞ্চল্যকর স্কুল ছাত্রী নিলা রায় (১৫) হত্যাকান্ডের ঘটনায় ঘাতক মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়ীয়া এলাকয়ার একটি বাড়ী থেকে মাদকাসক্ত অবস্থায় তাকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশের একটি দল। এসময় তার কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। ঘাতক মিজানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ সাইদুর রহমান। বর্তমানে সে পুলিশ হেজাফতে রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ সাইদুর রহমান জানান, নীলার হত্যাকারী কিশোর গ্যাংয়ের সদস্য ঘাতক মিজান তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়ীয়া এলাকয়ার মোঃ পারভেজের বাড়ীতে লুকিয়ে আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ঢাকা জেলা পুলিশের একটি বিশেষ দল। পুলিশ সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে পুরো বাড়ীটি ঘিরে ফেলে। এরপর বাড়ীর ভিতরে প্রবেশ করে লুকিয়ে থাকা অবস্থায় ঘাতক মিজানকে আটক করা হয়। এসময় সে মাদক সেবন করা অবস্থায় ছিল। তার কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়েছে। শেয়ার সারা দেশ বিষয়: