আশুলিয়ায় ৬৮ টি মোবাইল ফোনসহ চোর চক্রের চার সদস্যক আটক নিউজ৭১অনলাইন,ঢাকা নিউজ৭১অনলাইন,ঢাকা প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ , সেপ্টেম্বর ২০, ২০২০ আশুলিয়ায় অভিযান পরিচালনা করে ৬৮ টি মোবাইল ফোনসহ চোর চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব-৪। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে আশলিয়ার জামগড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো- নাটোর জেলার লালপুর থানার চবশোক গ্রামের আমির উদ্দিন প্রামানিকের ছেলে মোঃ মহসিন আলী (৫০), গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানা গ্রামের হাকিমের ছেলে মোঃ আবুল কালাম (৪৯), ভোলা জেলা থানার বাকতা বাস স্ট্যান্ডের মোতাসিম বিল্লাহর ছেলে মোঃ সোহেল রানা (২৪) ও বরগুনা জেলার আমতলি থানা গ্রামের জয়েন উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ সুজন (২৬)। র্যাব-৪ সূত্রে জানা গেছে, আটকরা বিভিন্ন স্থান থেকে মোবাইল চুরি ও ছিনতাই করে এনে একত্রিত ভাবে আশুলিয়ার জামগড়া এলাকায় বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টার দিকে জামগড়া এলাকায় অভিযান চালিয়ে চোরাই ৬৮টি মোবাইলসহ চার চোর সদস্যকে আটক করা হয়৷ র্যাব-৪ সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার জমির উদ্দিন জানান, আটক আসামীরদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন। তাদের বিরুদ্ধে পেনাল কোড ৪১৩/৩৪ ধারা মামলা করা হবে । শেয়ার সারা দেশ বিষয়: https://news71online.com/?p=16594&preview=true