আশুলিয়ায় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব নিউজ৭১অনলাইন,ঢাকা নিউজ৭১অনলাইন,ঢাকা প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১৭, ২০২০ সাভারের আশুলিয়ায় অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বৃহস্পতিবার ভোর রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকা থেকে তাকে আটক করে র্যাব-৪ সাভার ক্যাম্পের সদস্যরা। আটক সন্ত্রাসীর নাম রিয়াজুল ইসলাম (৩৬)। তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব ৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং জানান, আটক সন্ত্রাসী রিয়াজুল ইসলাম আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোররাতে তাকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আটক সন্ত্রাসী রিয়াজুলের বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শেয়ার সারা দেশ বিষয়: https://news71online.com/?p=16408&preview=true