জন্মদিনে মেয়েকে শহীদ আফ্রিদি পরিপূর্ণ ঈমান আর সুস্থতার সঙ্গে বেঁচে থাকো নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১৭, ২০২০ পাকিস্তানের বিশ্বনন্দিত ক্রিকেটার শহীদ আফ্রিদি নিজের তৃতীয় কন্যার জন্মদিনে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজের টুইটারে মেয়ে আজওয়ার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আজওয়াকে উদ্দেশ্য করে এক টুইটে আফ্রিদি লিখেন, আমি তোমার জন্য দোয়া করি, আমি কামনা করি- তুমি সুস্থতা ও আনন্দের সঙ্গে জীবন অতিবাহিত করো এবং একইসঙ্গে পরিপূর্ণ ঈমানের সঙ্গে বেঁচে থাকো। কন্যার প্রতি স্নেহশীল পিতাদের পক্ষ থেকে বুমবুম খ্যাত আফ্রিদি মেয়েকে আরো বলেন, পৃথিবীর সব বাবার মতো আমিও চাই- তুমি সরল পথে চলে এমন একটি জীবন অতিবাহিত করো, যার ভিত্তি হয় দিয়ানাতদারী (ধর্ম) এর ওপর। জন্মদিনে আজওয়াকে মোবারকবাদ দিয়ে তিনি আরো লিখেন, আমি তোমার জন্য দোয়া করি- বর্তমানে তোমার মধ্যে যে সুন্দর গুনাবলি রয়েছে, তা তোমার পুরো জীবনকে পরিব্যপ্ত করে রাখুক। সূত্র: ডেইলি জং শেয়ার খেলাধুলা বিষয়: