চট্টগ্রাম বিভাগীয় কমিশনার করোনা আক্রান্ত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ , সেপ্টেম্বর ১৩, ২০২০ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও বিভাগীয় করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি এবিএম আজাদ করোনা আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী এবং এক ছেলের নমুনায়ও করোনা পজেটিভ পাওয়া গেছে। শুক্রবার ফৌজদার হাট বিআইটিআইডিতে নমুনা দেয়ার পর রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে তার করোনা পজেটিভ হওয়ার বিষয়টি জানানো হয়। বিভাগীয় কমিশনারের একান্ত সচিব খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত জানান, স্ত্রী ও এক ছেলেসহ বিভাগীয় কমিশনার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা বাংলোতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। চট্টগ্রাম বিভাগে করোনা ভাইরাস প্রতিরোধে প্রথম থেকেই নেতৃত্ব দিয়ে আসছেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ । শেয়ার চট্টগ্রাম বিষয়: