নেত্রকোণার কলমাকান্দার গুমাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় মামলা, ৫ জন গ্রেপ্তার মো: রবিকুল ইসলাম রিপন মো: রবিকুল ইসলাম রিপন স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১১, ২০২০ নেত্রকোণার কলমাকান্দার গুমাই নদীতে ট্রলার ডুবি ঘটনার মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ট্রলার ডুবিতে নিহত লুৎফুন্নাহারের স্বামী আব্দুল ওয়াহাব বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে কলমাকান্দা থানায় ৬ জনকে আসামি করে মামলা করেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বলগেটের চালক আবাদুল, লস্কর বাপন মিয়া, জাফর আলী, বাবুচি বাদল, সুকানী সোহাগ মিয়া। তাদেরকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পাটুলি গ্রামে। এদিকে ট্রলার চালক সোহাগ মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি মাজহারুল করিম বলেন, দুর্ঘটনা সংগঠনের মাধ্যমে মৃত্যু ঘটানোর অপরাধের অভিযোগ এনে মামলাটি করা হয়েছে। এদিকে এ ঘটনায় প্রশাসন পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন তদন্তকারী প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কলমাকান্দা উপেজেলার বরখাপন ইউনিয়নের রাজনগর গ্রামের নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২ জন এখনও নিখুজ রয়েছেন। শেয়ার সারা দেশ বিষয়: