মঞ্চসারথি আতাউর রহমান এর কবিতা ‘সর্বংসহা বৃক্ষ নিউজ৭১অনলাইন,ঢাকা নিউজ৭১অনলাইন,ঢাকা প্রকাশিত: ৩:৫৩ পূর্বাহ্ণ , সেপ্টেম্বর ১০, ২০২০ মঞ্চসারথি আতাউর রহমান এর কবিতা ‘সর্বংসহা বৃক্ষ অরণ্য রহস্যের এক খণি যেন, শিশুকাল থেকে টানছে আমায়, অরণ্যের বিম্বে দেখি ধরিত্রী মাতাকে, পরপর তিনটি ছোট বড় বৃক্ষকে মনে হয় সক্রেটিস, প্ল্যাটো আর এরিষ্টল দাঁড়িয়ে যেন পাহারা দিচ্ছে জগৎকে; কোন কোন বৃক্ষকে মায়ের মত মনে হয়, সবুজের সমারোহে যেন পরম করুণাময়ী, কোন কোন বৃক্ষকে ক্ষ্যাপা দুর্বাসার মত রাগী পিতা মনে হয়। বৃক্ষের সমারোহে আমি জগতের ছন্দ দেখি। কোন বৃক্ষ যেন ভরত নাট্যম কি ওড়িসির ভঙ্গিমায় দাঁড়িয়ে, কোন বৃক্ষ রুদ্র মনিপুরীর উলম্ফনে নিমগ্ন, কোনটি যেন রাজবাড়ীতে কত্থক নৃত্যে মগ্ন,’ কোন বৃক্ষকে বিক্ষত মনে হয় ছউ নৃত্যের কঠিন মহড়ায়, বৃক্ষই প্রাণ, পাখিরা আশ্রয় পায় তার ডালে, বৃক্ষ সর্বংসহা ধরিত্রীর মত, প্রণতি জানাই তাকে। শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: https://news71online.com/?p=15579&preview=true