কলমাকান্দায় নৌকা ডুবে ১০ জনের মৃত্যু সুস্থির সরকার সুস্থির সরকার বিভাগীয় প্রধান ময়মনসিংহ প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৯, ২০২০ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার রাজনগর হাওরে নৌকা ডুবির ঘটনা ঘটে। বুধবার সকালে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ঠাকুরাকোনার উদ্দেশ্যে যাত্রা করে। নৌকাটি সকাল ১০টার দিকে বরকাপন ইউনিয়নের রাজনগর নামক জায়গায় আসার পর প্রচন্ড বাতাস ও ঢেউয়ের মাঝে পড়ে ট্রলারটি ডুবে যায় । স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ১০ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মাছে ৫ জন শিশু ও ৫ জন মহিলা। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে। কলমাকান্দা উপজেলার ইউএনও সোহেল রানা এবং থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শেয়ার সারা দেশ বিষয়: