আজ থেকে শুরু

এক মাস সকাল হতে সন্ধ্যা বিদ্যুৎ হীন থাকবে মোহনগঞ্জ, বারহাট্ট ও ধর্মপাশা

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৬, ২০২০

ফখরুল ইসলাম পিপলু (হাওর প্রতিনিধি) :

আজ থেকে হাওর এলাকার নেত্রকোণা জেলার মোহনগঞ্জ, বারহাট্টা ও সুনামগঞ্জ জেলার ধর্মপাশায় সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত পল্লী বিদ্যুৎ থাকবে না, সাথে বোনাস হিসাবে লোডশেডিং তো আছেই।

এ বিষয়ে গত তিন দিন আগে মোহনগঞ্জ জোনাল অফিসের নোটিশ বোর্ডে জানানো হয়েছে, ঐ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার বিপ্লব কুমার কে ফোন করে জানে চাইলে তিনি তা নিশ্চিত করেন এবং আরো বলেন, শুক্রবার ও রবিবার ব্যতিত অন্য পাঁচ দিন বিদ্যুৎ না থাকার মূল কারণ হলো নেত্রকোণা গিড উপকেন্দ্রর ৩৩ কেভি ৩নং সার্কিটের গ্রিড উপকেন্দ্র হতে ঠাকুরাকোনা অংশে ডাবল সার্কিট নির্মাণ ও জরুরী রক্ষণাবেক্ষণের জন্য এক মাস সকাল হতে সন্ধ্যা বিদ্যুৎ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

এ দিকে দুই হাওর জেলার প্রায় ১ লাখ গ্রাহক ভ্যাপসা গরমে এমন সিদ্ধান্তের ফলে চরম বিপাকে পড়েছে, কিছু দিন পরেই শীতের আগমন তখন যদি এমন সিদ্ধান্ত নিত পল্লী বিদ্যুৎ সমিতি তবে কার কোন অভিযোগ থাকতো না, এই সিদ্ধান্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে, গত বৃহস্পতিবার নেত্রকোণার জেলা প্রশাসক কাজি আবদুর রহমান মোহনগঞ্জ উপজেলায় এক মতবিনিময় অনুষ্ঠানে যখন উপস্থিত ছিলেন তখন উক্ত নিউজ সাত নং গাগলাজুর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান বিদ্যুৎ বন্ধের বিষয়ে জেলা প্রশাসক কে প্রশ্ন করেন উত্তরে জেলা প্রশাসক মহোদয় এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি সাথে কথা বলে জনগণের জন্য কিছু করার আশ্বাস দেন।

Loading