পীরগঞ্জে সাংবাদিক ফজলুল কবীরের বাবার মৃত্যুতে উপজেলা প্রেস ক্লাবের শোক

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ , আগস্ট ২৪, ২০২০

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি দৈনিক নওরোজ পত্রিকার পীরগঞ্জ পৌরসভা প্রতিনিধি ফজলুল কবীর ফকিরের পিতা ও এবং দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর চাচা মরহুম আব্দুল হামিদ ফকির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সাংবাদিকের পিতার মৃত্যুতে শোক জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন উপজেলা প্রেস ক্লাব । সাংবাদিকের পিতা আব্দুল হামিদ ফকির গতকাল রোববার রাত সোয়া বারটায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ১১০ বছর। তিনি এক ছেলে ও এক কন্যা সন্তান রেখে যান । শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেস ক্লাব সভাপতি আজম রেহমান সাধারণ সম্পাদক আজিজুল হক, দৈনিক নবচেতনা প্রতিনিধি ও উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি নুরুন নবী রানা, সহ পীরগঞ্জের বিভিন্ন পত্রিকায় কর্মরত সকল সাংবাদিকরা। সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে পীরডাঙ্গী ঈদগাহ মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে ফকিরপাড়া পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয় ।

Loading