কিছু কিছু জিনিস নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ , আগস্ট ২৩, ২০২০ নবীন চৌধুরী কিছু কিছু প্রেম আছে, যা হৃদয়ে যন্ত্রণা দেয়। কিছু কিছু বিরহ আছে, যা হৃদয়ে জ্বালা বাড়ায়। কিছু কিছু ভালবাসা আছে, যা হৃদয়ে দুঃখ ঝরায়। কিছু কিছু মানুষ আছে, যা হৃদয়ে স্মৃতিতে থেকে যায়। কিছু কিছু গান আছে, যা হৃদয়ে মনকে কাদাঁয়। কিছু কিছু নারী আছে, যা হৃদয়ে ক্ষত সৃষ্টি করায়। কিছু কিছু স্মৃতি আছে, যা হৃদয়ে রূপ হয়ে দাড়ায়। নবীন চৌধুরী সাংবাদিক ও লেখক শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: