জেকেজির আরিফ-সাবরিনাসহ ৮ আসামি আদালতে

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ , আগস্ট ২০, ২০২০

জেকেজি হেলথ কেয়ারের প্রতারণার মামলায় অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিতে আদালতে আনা হয়েছে ডা. সাবরিনা চৌধুরী ও আরিফুল ইসলামসহ আট আসামিকে।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে একসঙ্গেই আদালতে আনা হয় তাদের। মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে শুনানি শুরু হয়েছে।
মামলার অপর আসামিরা হলেন- ডা. সাবরিনার স্বামী জেকেজির সিইও আরিফুল হকের সহযোগী সাঈদ চৌধুরী, জালিয়াত চক্রের হোতা হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী, নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা, বিপ্লব দাস ও মামুনুর রশীদ।
গত ১৩ আগস্ট করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু মামলার ডকুমেন্টের সার্টিফাইড কপি না পাওয়ায় আসামিপক্ষের আইনজীবীরা চার্জ শুনানি পেছানোর আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে ২০ আগস্ট দিন ধার্য করেন।

Loading