বঙ্গোপসাগর থেকে ৩৫ জেলে উদ্ধার

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ , আগস্ট ১৭, ২০২০

বঙ্গোপসাগরের ভাষাণ চরের অদূরে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভেসে থাকা ৩৫ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টার দিকে কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ জাহাজ বিসিজি সবুজ বাংলা বঙ্গোপসাগরে টহলরত অবস্থায় জানতে পেরে জেলেদের উদ্ধার করে। সকাল সাড়ে ১১ টার দিকে সবাইকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ড এর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত জেলেদেরকে নৌকাসহ বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গায় নিয়ে আসা হয়। জেলেরা গত ১২ আগস্ট মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করেছিল। নৌকার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সাগরে ভাসতে থাকে। পরবর্তীতে সকল জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জেলে এবং  মাছ ধরার নৌকাটি মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও জানানো হয়, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Loading