চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ , আগস্ট ১৭, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুমন আলী নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার রাতে শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তের ১৭৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছাকাছি স্থানে এই ঘটনা ঘটে।

নিহত সুমন আলী জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মোড়ল পাড়া গ্রামের কালু মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সুমন আলীসহ ১০-১২ জনের একটি দল রোববার সন্ধ্যার দিকে ভারতে গরু আনতে যাচ্ছিল। এ সময় ভারতের মালদহ জেলার দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে সুমন আন্তর্জাতিক পিলার ১৭৯ এস সংলগ্ন হারুনের বাগানের সামনে মারা যান। পরে তার সহযোগীরা সুমনের লাশ উদ্ধার করে গোপনে দাফন করেন।

মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন খুররম জানান, বিএসএফের গুলিতে সুমন গুরুতর আহত হয় এবং তাকে তার সহকর্মীরা উদ্ধার করে তারাপুর-মোন্নাপাড়া হারুনের বাগানে নিয়ে আসলে সে মারা যায়। এরপর তাকে ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সুরুজ আলী জানান, স্থানীয়ভাবে তিনি ঘটনা শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত ৪ জুলাই সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জের তেলকুপি সীমান্তে জাহাঙ্গীর (৪০) নামে এক কৃষককে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে বিএসএফ। #

Loading