পীরগঞ্জে স্বল্প খরচে ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস দিচ্ছে কার্নিভাল

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ , আগস্ট ১৩, ২০২০

পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় এই প্রথম মাত্র ৭টাকায় ২ঘন্টা ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস সেবা চালু করেছে কার্নিভাল ইন্টারনেট নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পীরগঞ্জ শাখার পরিচালক আরিফুজ্জামান বাবুর সাথে এ বিষয়ে মুঠোফোনে কথা হলে তিনি জানান, পীরগঞ্জ উপজেলা থেকে শুরু করে” গ্রাম পর্যায়ের মানুষ যাতে স্বল্প খরচে দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করতে পারে এরই লক্ষ্যে কার্নিভাল ইন্টারনেট বিভিন্ন ধনরনের প্যাকেজের মাধ্যমে সেবা দিচ্ছে। যেমন ৭টাকা দিয়ে ২ঘন্টা, ১৫টাকা দিয়ে ১দিন (আনলিমিটেড), ২৫ টাকায় ২দিন, ৫০টাকায় ৫দিন, এছাড়াও ১মাসের কার্ড ২৪৯টাকায়। প্রতিষ্ঠানটির সাথে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করে কার্ড সংগ্রহ করা যাবে ০১৩০৪১৭৪৮১৫, ০১৭১৬৫১৬৫৬৫,০১৭১৭৬৩৩৮৭৭,০১৭৭৪২৯৫০৯৮,০১৭৫০০৩৩২৩৭।”
বর্তমানে এই সেবা পাচ্ছে পীরগঞ্জ উপজেলার ফুটকি বাড়ি, চাপোড়, বালুবাড়ি, মুন্সিপাড়া, নেতামোড়, হাসপাতাল গেট, রাইসমেল গেট, ভাকুড়া, গোদাগাড়ি, কেটগাঁও, কোণপাড়া, ব্র্যাক, টিএনটি রোড, ঢাকাইয়াপট্টি, কলেজ বাজার,পীরগঞ্জ স্টেশন প্লাটফম,পূর্বচৌরাস্তা, পশ্চিম চৌরাস্তা। এছাড়ও বাসা/অফিস/এনজিও/ব্যাংক/বীমা ইন্টারনেট সেবা প্যাকেজ ৬৯৯ টাকা, ৮৯৯ টাকা ১০৯৯ টাকা ১৫৯৯ টাকা ১৯৯৯ টাকা সেবা দেওয়া হয়।

Loading