তানোরে ইউপি চেয়ারম্যান মালেকের ঈদ শুভেচ্ছা ও পথসভা

প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ণ , আগস্ট ১০, ২০২০
      নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীর তানোর সরনজাই ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক শুভেচ্ছা বিনিময় ও পথসভা করেছেন। শনিবার বিকেলে সরনজাই ইউনিয়নের বিভিন্ন গ্রামে সামাজিক দুরুত্ব বজায় রেখে মোটরসাইকেল শোডাউন ও জনগনের সাথে ঈদুল আযহার শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি। জানা যায়, শনিবার (৯ আগস্ট) সরনজাই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সরনজাই ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ও সরনজাই ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাতের নেতৃত্বে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বিকাল থেকে অত্র ইউনিয়নের সবস্তরের জনগনের সাথে প্রায় শতাধিক মোটরসাইকেল শোডাউন নিয়ে ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় ও পথসভা করেছেন। পথসভায় চেয়ারম্যান আব্দুল মালেক বলেন,আমি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার রাজনীতি করি। জনগণ আমাকে ভালবেসে আমাকে চেয়ারম্যান করেছেন। যতদিন বেঁচে থাকবো, ততদিন জনগণের সেবা করবো। এটাই আমার মূল কাজ হবে । আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। তিনি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে অত্র ইউনিয়নের সর্বস্তরের জনগণকে বলেন-আপনারা জানেন বিশ্ব ব্যাপি করোনা ভাইরাস সংক্রমনের কারণে এ বছর ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে। তিনি আরো বলেন, আত্মত্যাগ এবং আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আযহা। কোরবানির এই ত্যাগের মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। সবাইকে ঈদ মোবারক ও ঈদুল আজহার শুভেচ্ছা। তিনি সবাইকে ঈদ শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানানোর পাশাপাশি পরস্পরের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।

Loading