লটকন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ , আগস্ট ৮, ২০২০ মো. বাকী বিল্লাহ খান পলাশ টক মিষ্টি স্বাদে ভরা পাকলে হলুদ লটকন, মুখে দিলে এক কোয়া ভাই স্বাদ ও রসে ভরে মন। আমিষ, আয়রণ, ক্যালসিয়াম আর ভিটামিন বি ভরপুর, গাছের পাতার শুকনো গুঁড়ো খেলে হয় ডায়রিয়া দুর। এমনি সকল দেশীয় ফল ভরা পুষ্টি মানে, দামে তা সাশ্রয়ী আর পাওয়া যায় সবখানে। শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: