কুমিল্লা মেডিকেলে একদিনে ৭ জনের মৃত্যু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ , আগস্ট ৬, ২০২০ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত একদিনে চিকিৎসাধীন ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতরা সবাই করোনার বিভিন্ন উপসর্গ বহন করছিলেন। এর মধ্যে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৪ ও আইসোলেশনে ৩ জন চিকিৎসাধীন ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালের সহকারী সার্জন ডা. মারজানা আক্তার এসব তথ্য জানান। হাসপাতালের দেয়া তথ্যমতে মৃতরা হলেন-কুমিল্লা বুড়িচংয়ের রফিকুল ইসলাম (৬০), আবদুল খালেক (৮৫), আয়নুর নাহার (৬০), মুরাদনগরের মারুফা (৩৮), দেবীদ্বারের লালু মিয়া (৭০), শাহিনা (৫১) ও সদরের আবদুল হালিম (৬৪)। শেয়ার কুমিল্লা বিষয়: