তানোরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ , জুলাই ২৭, ২০২০ নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোরে সাপের কামড়ে আমেনা বিবি(৪৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার কামারগাঁ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমেনা বিবি কামারগাঁ কৃষ্ণপুর গ্রামের আব্দুর কাদেরের স্ত্রী। জানা যায়, রবিবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় আমেনা বিবিকে সাপে কামড় দেয়। এসময় আমেনার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে তার বিছানার পাশে একটি সাপ দেখনে পান। আমেনার অবস্থা গুরুতর হলে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে চিকিৎধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্বামী আব্দুর কাদের জানান, তার স্ত্রী আমেনা ঘুমন্ত অবস্থায় সাপে কাটলে চিৎকার করে উঠে। পরে বিছানার পাশে বিষাক্ত সাপটি দেখতে পেয়ে মারা হয়। আজ সোমাবার দুপুরে চিকিৎসারত অবস্থায় হাসপাতালে আমেনা মারা যায়। শেয়ার সারা দেশ বিষয়: