তানোরে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ , জুলাই ২৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজশাহীর তানোরে বিএমডিএ’র বাস্তবায়নে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়ন এলাকার চকিরঘাট নামক স্থান হতে কালিগঞ্জহাট পর্যন্ত পাকা রাস্তার দু’পার্শ্বে চার হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
রাজশাহী-১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরীর পক্ষে এসব গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রিজিয়নের বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী শরীফুল হক, তানোর বিএমডিএ’র সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান ও মুজিবুর রহমানসহ অনেকে।

Loading